অনলাইন ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে চা শ্রমিক ইউনিয়নের সাথে বাংলাদেশীয় চা সংসদ এর মজুরী বৃদ্ধির চুক্তি সম্পাদনের দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৩টি চা বাগানে একযোগে দুই ঘন্টার কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সকল বাগান অফিসের সামনে চা শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মবিরতি পালন করে। আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে ও চা শ্রমিক উত্তম কৈরীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা সজল কৈরী, জনার্ধন লোহার, সঞ্চয় চৌহান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বাগান অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশীয় চা সংসদ কর্তৃপক্ষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে শ্রমিকদের মজুরী বৃদ্ধির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা টালবাহানা করে মজুরী বৃদ্ধির চুক্তি সম্পাদনে বিলম্ব করছে। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে নতুন মজুরী ও বোনাস বৃদ্ধি করতে হবে। মানববন্ধনে আলীনগর চা বাগানের সকল শ্রমিকরা অংশগ্রহন করেন।