নড়াইল জেলা প্রতিনিধি: বয়স ১৮ কিন্তু জীবনের ডায়রীতে যোগ হয়েছে নানা অর্জন। নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামের সন্তান মোঃআল মারিজ খান,পিতা মোঃ মিজানুর রহমান,মাতা,মোছাঃরেহেনা বেগম। তার বাবা-মায়ের আশা ইচ্ছা তার ছেলে একদিন দেশসেরা ফুটবলার হবে।আল মারিজ গ্রামে, ইউনিয়ন, জেলা ও বিভাগ পর্যায়ে বিভিন্ন সময় অর্জন করেছে বিভিন্ন পদক।সালটি ২০১৮,সে যখন সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয়ে লেখা পড়া করত তখনই নড়াইল জেলা খেলা শেষ করে করে বিভাগ পর্যায়ে খেলার সুযোগ পাই। আল মারিজ দৈনিক সকালবেলা কে বলেন,আমার স্বপ্ন আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবো,জানিনা আল্লাহ আমার ভাগ্যে কি লিখে রাখছে। তবুও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।

মোঃকাবিল মোল্যানড়াইল জেলা প্রতিনিধি:বয়স ১৮ কিন্তু জীবনের ডায়রীতে যোগ হয়েছে নানা অর্জন।নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামের সন্তান মোঃআল মারিজ খান,পিতা মোঃমিজানুর রহমান,মাতা,মোছাঃরেহেনা বেগম।তার বাবা-মায়ের আশা ইচ্ছা তার ছেলে একদিন দেশসেরা ফুটবলার হবে।আল মারিজ গ্রামে,ইউনিয়ন,জেলা ও বিভাগ পর্যায়ে বিভিন্ন সময় অর্জন করেছে বিভিন্ন পদক।সালটি ২০১৮,সে যখন সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয়ে লেখা পড়া করত তখনই নড়াইল জেলা খেলা শেষ করে করে বিভাগ পর্যায়ে খেলার সুযোগ পাই। আল মারিজ দৈনিক সকালবেলা কে বলেন,আমার স্বপ্ন আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবো,জানিনা আল্লাহ আমার ভাগ্যে কি লিখে রাখছে।তবুও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।