অনলাইন ডেস্ক: মুন্সিগঞ্জে বুধবার রাতে ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাড়িতে ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ ও তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। রবিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করে বলেন, সমাজের এই অধপতনে ধর্ষকদের কাছে আজ বৃদ্ধ, মা-মেয়ে কেউ নিরাপদ নয়। তারা বলেন, ধর্ষন আজ ভয়াবহ ব্যাধি ক্যান্সারে পরিনত হয়েছে। এই ক্যান্সার থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে না পারলে পথ হারাবে বাংলাদেশ। ভয়াবহ ব্যাধি থেকে বাঁচতে প্রয়োজন আইনের শাসন। তারা বলেন ,ধর্ষণের ভয়াবহতা যেভাবে সমগ্র সমাজে প্রতিনিয়ত বিস্তার লাভ করছে তাতে সমগ্র জাতি এখন আতঙ্কিত হয়ে পড়েছে। দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে যাতে বিশ্বের সামনে আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই আর প্রশাসনকে বলছি আপনারা খুব তাড়াতাড়ি আসামিদের গ্রেফতার করুন।