Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ধর্ম নিয়ে কটুক্তি জবি শিক্ষার্থীর বহিষ্কার দাবিতে বিক্ষোভ
--ফাইল ছবি

ধর্ম নিয়ে কটুক্তি জবি শিক্ষার্থীর বহিষ্কার দাবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি: ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে শেষ হয়। এ সময় তিথি সরকারের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘অবিলম্বে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অতিদ্রুত তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো’। জানা যায়, তিথি সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে ধর্মানুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও শিক্ষার্থীদের  মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। শিক্ষার্থী তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার দপ্তর সম্পাদক। তিথি সরকারের কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয় এবং কারণ দর্শানোর জন্য বলা হয়। এদিকে নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরী করেছেন তিথি সরকার। যেখানে ফেসবুক একাউন্ট হ্যাক করে তার আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে এসব মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

About Syed Enamul Huq

Leave a Reply