বরগুনা প্রতিনিধি:
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে বরগুনায় ধর্ম-প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আগমন করেছেন। আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় শহরের আরডিএফ টাওয়ারে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়নে আন্ত:ধর্মীয় সংলাপে যোগদিবেন তিনি। এর পূর্বে শুক্রবার রাত ৯টায় বরিশাল থেকে সড়ক পথে বরগুনা সার্কিট হাউস এ এসে পৌঁছেন এবং রাতে অবস্থান করেন।
এ সময় তার সফর সঙ্গী হয়েছেন উপ-সচিব (প্রকল্প-পরিচালক) ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আবদুল্লা- আল-শাহীন, ধর্ম-প্রতিমন্ত্রীর একান্ত সচিব , সহকারি একান্ত সচিবসহ ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সার্কিট হাউসে ধর্ম-প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও.মো.ফজলুল করীম ও সমিতির সদস্যরা।