Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ধর্মীয় অনুভুতিতে আঘাত- ময়মনসিংহে ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ধর্মীয় অনুভুতিতে আঘাত- ময়মনসিংহে ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি:
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র
সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ৩ টার দিকে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক
লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি বাদী হয়ে ভিপি নুরুল হক নুরকে
আসামী করে কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি
দায়ের করেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার
মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল
হক নুর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেয়ার তার বিরুদ্ধে
মো. সোহেল গনি নামে একজন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা
হয়েছে, গত ১৪ এপ্রিল প্রথম রমজানের দিন মুসলিমদের ধর্মীয় অনুুুভুতিতে
আঘাত করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে একটি এক ঘন্টার ভিডিও
ফেসবুক লাইভে শেয়ার করেন ভিপি নূর। সেখানে তিনি বলেন, কোন মুসলমান
আওয়ামীলীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি,
মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার ও প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে
পারে না। নুরু উত্তেজিত কন্ঠে বলেন, যারা আওয়ামীলীগ করে তাদের কোনো ঈমান
নেই। ফেসবুক লাইভে এসে এমন বিভ্রান্তিকর, ধর্মীয় বিদ্বেষপূর্ণ, মিথ্যা
বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী
লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে
আঘাত দিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশা, সম্প্রদায়ের মধ্যে শত্রুতার বীজ বপন
করেছেন। এতে বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতাকর্মী এমনকি সাধারণ
ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানসিক কষ্ট পেয়েছেন।
মামলার বাদী নিজেও এমন আঘাত ও কষ্ট পেয়েছেন উল্লেখ করে নুরের বিরুদ্ধে
মামলাটি দায়ের করেন। মামলার বাদী মো. সোহেল গনি বলেন, নুর তার
ঐ বক্তব্যের দ্বারা ভয়ংকর অপরাধ করেছেন বলে তার কাছে প্রতীয়মান হয়েছে। দেশ ও জাতির স্বার্থেই তিনি বাদী হয়ে থানায় মামলাটি করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply