সুনামগঞ্জ প্রতিনিধিঃ পূনরায় সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন সুনামগঞ্জ জেলার জননন্দিত নেতা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কায় ৬১২ ভোট পেয় দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ চেয়ারম্যান হলেন তিনি।
গণমাধ্যমে নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, এ বিজয় জনতার, জনগণ এবং জেলার জনপ্রতিনিধিগণ আমাকে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে উনাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করায় জেলার সকল জনপ্রতিগণকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন সম্পূর্ণ হওয়ায় আমি আমার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
জেলা পরিষদ নির্বাচনে নুরুল হুদা মুকুটের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন পেয়েছেন ৬০৪ ভোট।