Thursday , 24 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দোকান বসানো নিয়ে হট্টগোল, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত
--সংগৃহীত ছবি

দোকান বসানো নিয়ে হট্টগোল, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

অনলাইন ডেস্কঃ

রাজধানীর নিউমার্কেট এলাকার নূরানী মার্কেটের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতা ও একদল স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তিন নেতা হলেন- শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও রাব্বি হোসেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিউমার্কেটে ছাত্রদলের এই তিন নেতা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত।

এদিকে, আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এই তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিনজনের বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এই অভিযোগের যথাযথ তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমকে দায়িত্ব প্রদান করা হলো।

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

About Syed Enamul Huq

Leave a Reply