Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধের আহ্বান জানালেন মেয়র তাপস
--সংগৃহীত ছবি

দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধের আহ্বান জানালেন মেয়র তাপস

অনলাইন ডেস্ক:

করোনা সংক্রমণের উর্ধ্বগতি রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার  আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাজধানীর গোপীবাগে বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে আজ বুধবার (২৪ মার্চ) এই আহ্বান জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের উর্ধ্বগতি হচ্ছে। করোনা থেকে বাঁচতে প্রত্যেককে সচেতন হতে হবে। রাত ৮টার পর দোকানপাটে আড্ডা বন্ধ করতে হবে।

সন্তানদের খেলাধুলার জন্য বয়েজ ক্লাব মাঠকে উপযোগী করা হবে উল্লেখ করে তাপস বলেন, ‘গোপীবাগে বয়েজ ক্লাব মাঠ আমরা খেলা উপযোগী করব। এর পরিবেশ সুন্দর করব। এখানে প্রায় ৭৫ শতাংশ জমি রয়েছে। পুরো জমিটি যাতে আমরা ব্যবহার করি, সেভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা নগরের প্রত্যেকটা ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করতে চাই। সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। পাশাপাশি নাগরিকদের আনন্দ-বিনোদনের জন্য খেলাধুলা, ঐতিহ্যবাহী উৎসবগুলো চালু করেছি। যাতে আমাদের সন্তানরা আরো খেলাধুলার সুযোগ পায়।’ 

About Syed Enamul Huq

Leave a Reply