গোটা বিশ্বই অপপ্রচার ও গুজব নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, ‘গুজব রোধে দেশকে যদি আমরা গুজব বা অপপ্রচারমুক্ত করতে পারি, তাহলে এ দেশে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির কোনো জায়গা হবে না।’
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, এটা সত্য।
অনেক সময় আমাদের চোখেও পড়ে। এখানো হয়তো সেগুলোর ইতিবাচক দিকে রয়েছে, তবে এ বিষয়ে অনেক সময় অনিশ্চিয়তাও (আনসার্টেনিসটি) থাকে। সব সময় ইতিবাচকভাবে থাকবে, তা কখনো আমরা বলতে পারি না। তবে কোন উৎস থেকে এগুলো খোলা হয়েছে তা জানা জরুরি, সংশ্লিষ্টদের বলেও দেওয়া আছে।
এ ধরনের অ্যাকাউন্ট কোনো উৎস থেকে খোলা যাবে না। তবে এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করার মতো কোনো ক্যাপাসিটি তথ্য মন্ত্রণালয়ের নেই।’
সরকারি দলের সদস্য চয়ন ইসলামের ফেসবুকে গুজব ছড়ানোর বিষয়ক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বই আসলে অপপ্রচার ও গুজব নিয়ে চিন্তিত।
কিছুদিন আগে সুইজারল্যাণ্ডে যে ওয়ার্ল্ড ইকোনমিক সামিট হয়, সেখানে গবেষণায় অগ্রাধিকার ভিত্তিতে বলা হয়, আগামী দিনগুলোতে মানবসমাজে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে যা আসতে পারে তা হলো ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন।’
সে সময়ও গুজব ও অপপ্রচার দিয়ে রাজনীতিকে নষ্ট করা হয়েছে। আজকে টেকনোলজিকে ব্যবহার আরো বেশি গুজব জোরদার হয়েছে।’