অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে সাত হাজার ২৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬.৯৫ শতাংশ।
এর আগে গতকাল বুধবার ৩৩ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয় আট হাজার ১৬ জন। শনাক্তের হার ছিল ১৮.৮৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। দেশের ৮৭১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪২ হাজার ৫৭৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৮৬৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯টি।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬.৯৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫২ শতাংশ।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি,স্বাস্থ্য অধিদপ্তর