Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘দেশের বিশাল উন্নয়নই বিএনপির গাত্রদাহের কারণ’-সেতুমন্ত্রী
--ফাইল ছবি

‘দেশের বিশাল উন্নয়নই বিএনপির গাত্রদাহের কারণ’-সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক:

‘১২ বছর আগের বাংলাদেশ ও আজকের উন্নয়ন আকাশ-পাতাল পার্থক্য। এই বিশাল উন্নয়ন বিএনপির গাত্রদাহের কারণ। এজন্যই তারা ষড়যন্ত্রের মাধ্যমে এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।’

আজ শনিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজধানীর বাসভবন থেকে যুক্ত হন তিনি।

‘১২ বছর আগের পিছিয়ে পরা বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১২ বছর আগের বাংলাদেশ ও আজকের উন্নয়ন আকাশ-পাতাল পার্থক্য। বিএনপি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘মহামারি করোনাকালেও বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার এবং সুদানকে ৭ দশমিক ৭ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে। এতেই বোঝা যায় বাংলাদেশের অবস্থান আজ কোথায় এসে পৌঁছেছে। বাংলাদেশের মাথা পিছু আয় আজ দুই হাজার ২২৭ ডলার, যা কল্পনাও করা যায় না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের এই বিশাল উন্নয়ন বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্যই বিএনপি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।’ 

‘বিএনপি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করছে। উন্নয়ন ও সমৃদ্ধির এই ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতেই বিএনপি এবং তাদের দোসররা আদা জল খেয়ে মাঠে নেমেছে।’

রাজধানীর ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালপুর রহমান বাবুসহ অন্য নেতারা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। 

About Syed Enamul Huq

Leave a Reply