Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার
--প্রেরিত ছবি

দেশের উন্নয়নে জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার

নোয়াখালী প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, বিএনপি জামাত শান্তি চায় না বলেই আবারো নৈরাজ্য সৃষ্টি ও হরতাল ডেকেছে, রাজপথেই তাদের মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এম পি। নোয়াখালীর সেনবাগে জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের(ইনু) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও মশাল মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনাবা শিরিন আখতার আরো বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে,বিএনপি জামাত তাদের পুরোনো রুপেই ফিরে গেছে।শনিবার বিকেলে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য নইমুল আহসান জুয়েল।অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী, কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন-অর রশিদ সুমন,ক্রিড়া সম্পাদক এ কে এম শাহ আলম, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদুল হক ননী,জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মফিজুর রহমান বাবলু,জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আজিজুল হক বকশি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ,জাসদ নেতা ফারুক আল ফয়সাল প্রমুখ। সন্ধ্যার পর সমাবেশ শেষে উপজেলা চত্ত্বর থেকে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। দীর্ঘদিন পর মশাল মিছিল দেখে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply