Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা
--ফাইল ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্কঃ

মৌসুমি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় চলতি (সেপ্টেম্বর) মাসে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদফতর মাসিক জলবায়ু পরিস্থিতির পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

মৌসুমি বৃষ্টিপাতের কারণে চলতি মাসে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গেল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৪.৬০ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেটে ৪৫ থেকে ২৪ দশমিক ৬০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চট্টগ্রাম এবং বরিশালে ১৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply