কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসা নিতে আসা দেড় বয়সের প্রিন্স নামের এক শিশু করোনা পজেটিভ হয়েছে। আজ সকালে করোনা রিপোটের মাধ্যমে জানা যায়। সে কুষ্টিয়া বড় ষ্টেশন এলাকার আকাশের ছেলে প্রিন্স। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।অভিভাবকরা জানান বেশ কয়েক ধরে শিশু প্রিন্স ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিল। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন নিতে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি পরামর্শ দেন এবং ঠান্ডা জ্বর ভালো না হওয়ায় চিকিৎসক গতকাল বিকাল ৪ টার সময় শিশুটিকে করোনা টেষ্টের জন্য করোনা ল্যাবে প্রেরণ করেন। পরবর্তী সময়ে করোনা নমুনা সংগ্রহের পর আজ সকাল ১১ টার সময় শিশুটির রিপোর্ট পজেটিভ আসে এবং বর্তমানে শিশুটিকে শিশু ওয়ার্ড থেকে করোনা ওয়ার্ডে রেফার্ড করা হয়েছে বলে বলে অভিভাবকরা জানান।এ বিষয়য়ে কর্তব্যরত চিকিৎসক ইশতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।