জবি প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ ও ২৬শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, পাম্প অপারেটর ও ইলেক্ট্রিশিয়ান যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তার দায়িত্বে কর্মরত কর্মকর্তা সার্বিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি তদারকি ও নিশ্চিত করবেন।
বৃহস্পতিবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
এদিকে কোভিড-১৯ পরিস্থিতিতে এবার শারদীয় ‘দুর্গোৎসব’কে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ এবার উৎসব হবে না, শুধু পূজা অনুষ্ঠিত হবে।
এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পূজামণ্ডপের সংখ্যাও কিছুটা কম। জানা যায়, এবার ৩০ হাজার ৮১টি মণ্ডপে পূজার আয়োজন চলছে।