নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ বিশ্ব কলোনী থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার গাড়ি উদ্ধার করেছেন চট্টগ্রাম ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগ।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাড়ি ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা।
জানা যায়, দুপুর ১টার দিকে ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট অপু চন্দ্র মজুমদার, পুলিশ সদস্য নাছির, শাহীন হোসেন, বিজন টহলে দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদে খবর পেয়ে দুই বছর আগে চুরি হওয়া চট্টমেট্রো গ-১১-৭৪৫৩ নাম্বারের একটি প্রাইভেট কার গাড়ী চালকসহ আটক করেন।
পরে তাৎক্ষনণক বিষয়টি টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমাকে জানিয়ে গাড়িটি খুলশী থানার মোবাইল টিম ইনচার্জ এসআই সুমন এর নিকট হস্তান্তর করেন। গাড়ির মালিক নাহিদা আক্তার মুন্নি দুই বছর আগের চুরি হওয়া প্রাইভেট কারটি খুঁজে পাওয়ার সংবাদ শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ এর মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি গাড়িটি উদ্ধার হওয়ায় সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, দুই বছর আগে চুরি হওয়া একটি প্রাইভেট কার আজ আমরা উদ্ধার করেছি। গাড়ির প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে।’