মহম্মদপুর ( মাগুরা) উপজেলা প্রতিনিধি:
অনেক জল্পনা- কল্পনা শেষে দীর্ঘ প্রতীক্ষার পর মহম্মদপুর উপজেলার পাল্লা ভায়া বাবুখালী ১৪ কিলোমিটার বেড়িবাধ ইটের রাস্তা পাকা করনের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এই কাজে ১৬.৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি।
গত রবিবার (২ নভেম্বর) উপজেলার পাল্লা বাজারে দুপুর ৩ টার সময় এ কাছের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল’র সভাপত্বিতে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগেরর সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোস্তফা কালাম সিদ্দিকি লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারক বিশ্বাস,মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, দীঘা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরু মিয়া প্রমূখ।