কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় ছাত্র /ছাত্রীদের মাঝে দেখা যায় আনন্দের বন্যা।
রোববার ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান গুলো ঘুরে দেখা যায় তোরণ নির্মাণ করে বেলুন দিয়ে সাজিয়ে অভ্যর্থণা জানানো হচ্ছে শিক্ষার্থীদের।
কুষ্টিয়া কুমারখালি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিজ উদ্যোগে ছাত্র /ছাত্রীদের মাঝে গোলাপ ফুল, মিষ্টি ও মাস্ক বিতরন করেছেন।
গত বছরের ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের কারনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
দীর্ঘ ৫৪৩ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা উপলক্ষে জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় ও মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বাকি বাদশা স্কুলের শিক্ষার্থীদের গোলাপ ফুল,মিষ্টি ও মাস্ক বিতরণের মাধ্যমে বরণ করে নেন।
এ সময় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল রহিম খান, মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা আলিম মাদ্রাসা এর অধ্যক্ষ হাবিবুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।