Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি?
--ফাইল ছবি

দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি?

অনলাইন ডেস্কঃ

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনায় দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়েছে। দিবসটি পালনে সবাইকে অনুরোধ করেছে সরকার।

পরিপত্র জারির পর থেকে আলোচনা হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি কি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে কি না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন।

তবে পরিপত্র অনুযায়ী, এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। শোকাবহ ও হৃদয়বিদারক দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়।

About Syed Enamul Huq

Leave a Reply