চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদকর্মীদের মানববন্ধন।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের মানববন্ধনে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আবুল হায়াত শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাসিম মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক জাকির হোসেন পিংকু, মোহনা টেলিভিশনের রিপোর্টার তারেক রহমান।
সেখানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল-২৪ এর রিপোর্টার আনোয়ার হোসেন চৌধুরী রায়হান, বৈশাখী টেলিভিশনের রিপোর্টার আব্দুল ওয়াহাব, যমুনা টেলিভিশন রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল, আরটিভির রিপোর্টার আব্দুর রব নাহিদ, এশিয়ান টিভির রিপোর্টার নাদিম হোসেন, বিজয় টিভি রিপোর্টার, এম এ নাদিম হোসেন, মানবজমিনের রিপোর্টার চৌধুরী ফারুক, মডেল প্রেসক্লাবের সদস্য ও ডেইলি প্রেজেন্ট টাইমস্ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।
এ সময় মানববন্ধনের অংশ গ্রহণ করে বক্তারা অবিলম্বে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানান। সারা দেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।