Monday , 1 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আমসহ যা যা পাঠালেন শেখ হাসিনা
--সংগৃহীত ছবি

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আমসহ যা যা পাঠালেন শেখ হাসিনা

অনলাইন ডেস্কঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আনারস উপহার পাওয়ার তিন দিন পর আম, ইলিশ মাছ ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব ‘শুভেচ্ছা উপহার’ পাঠানো হয়। এর আগে গত ২৩ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আনারস পাঠিয়েছিলেন।আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানে করে পাঠানো আম, ইলিশ ও মিষ্টি সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়।
এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খাইরুল আলম, আগরতলার কাস্টমস সুপারিনটেনডেন্ট দিব্যেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply