তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে অনেক মানুষ। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে রাতদিন কাজ করছেন কর্মীরা। উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে বাড়ছে লাশের সংখ্যা।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানায়, ভূমিকম্প ও পরর্বতী আফটারশকে দেশটিতে এখন র্পযন্ত ২০ হাজার ৬৬৫ জন নিহত হয়েছে। অন্যদিকে প্রতিবেশী সিরিয়ায় এখন পর্যন্ত তিন হাজার ৫৫৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
ধ্বংসস্তূপ থেকে এখনো কাউকে কাউকে জীবিত উদ্ধার সম্ভব হচ্ছে বলে জানা গেছে। তবে সময় গড়ানোর সঙ্গে সেই সম্ভাবনা ক্রমশ কমে আসছে।
এদিকে ভূমিকম্পে পর্যুদস্ত লাখ লাখ মানুষ জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে। জাতিসংঘের তথ্য মতে, এ দুই দেশে অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহযোগিতা প্রয়োজন।
তুরস্কে পাঁচ লাখ ৯০ হাজার এবং সিরিয়াতে আক্রান্ত দুই লাখ ৮৪ হাজার মানুষের জন্য সাত কোটি ৭০ লাখ ডলার সহযোগিতার আহ্বান জানেয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।
সূত্র : ডয়চে ভেলে