ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক চাইলে বাংলাদেশ নির্মাণ শ্রমিক পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে মুঠোফোনে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করেছে যে সঠিক সময় আমাদের লোকজন (সহায়তা কাজে) সেখানে গেছে।’
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তুরস্কে বাংলাদেশের ২৫ জন শিক্ষার্থী আছেন, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাত আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বছরে এ খাত থেকে ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা আয় করছে সরকার। আর শুধু চামড়া বিক্রি করে আমরা বছরে এক দশমিক এক বিলিয়ন ডলার আয় করছি। এ ছাড়া মাংসজাতসহ এই খাতের অন্য দ্রব্য থেকে সরকার বছরে আরো দুই হাজার ১৭৬ কোটি টাকা আয় করে। তাই ব্যাপক সম্ভাবনাময় প্রাণিসম্পদ খাতকে আরো উন্নত করতে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং বড় বড় প্রকল্প গ্রহণ ও বিনিয়োগ করছে।’
সূত্র: কালের কন্ঠ অনলাইন