লেখক,
মো: মাহমুদুল আলম
তুমি চলে এসো একা
চুপিচুপি করে,
সন্ধ্যা বেলা নদীর ঘাটে
জোছনা শুধু পড়ে।
তারার মেলা হাত বাড়িয়ে
তোমায় নেবে বুকে,
চাঁদের পরশ গায়ে দেবে
রাখবে তোমায় সুখে।
নিঝুম রাতে পরীর নাচে
বিভোর হয়ে রবে,
স্বপ্নগুলো গানের তালে
পঙ্খী রাজা হবে।
হাত ধোয়াবে পা ধোয়াবে
মেশক মধু দিয়ে,
ভালোবাসার সাগর জোয়ার
ভরে দেবে হিয়ে।
এসো এসো বন্ধু আমার
এসো আমার গাঁয়,
ফুলখুকিরা গোলাপ হাতে
তোমার গুণো গায়।