অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের আরো একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবানরা। তারা এরই মধ্যে গজনির নিয়ন্ত্রণ নিয়েছে। এই নিয়ে ১০টি প্রদেশিক রাজধানী দখল করেছে তালেবান। এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে সরকার।
আলজাজিরা বলছে, কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।
একজন নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের সংযোগ সড়কের প্রাদেশিক শহর গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। ব্যাপক লড়াইয়ের পর তারা সব ধরনের সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, প্রাদেশিক গভর্নরের ভবনসহ সব স্থানীয় দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কর্মকর্তারা গজনি ছেড়ে কাবুল চলে গেছেন।