বাংলাদেশে সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ‘অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করব।’
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিতসহ ব্যাপক উন্নয়ন করেছেন। এসবের সব কিছু করেছেন জনগণের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালে সারা বিশ্বে উন্নত বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।’
আমি এর চেয়ে বেশি কিছু বলব না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয়ই আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’
আখাউড়া রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুর কায়ছার জীবন প্রমুখ।