সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরী হলরুমে এ এলআরডি’র সহযোগীতায় ও চলনবিল দুঃস্থ্য মহিলা সংস্থা (সিডিএমএস)’র আয়োজনে সংস্থার পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে কৃষি অর্থনীতি,জীবন-জীবিকা ও পরিবেশ বাঁচাতে নদী সুরক্ষায় রাষ্ট্র ও নাগরিকের দায়িত্ব নিয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জুলফিকার আলী,তাড়াশ বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যাপক মোতালেব হোসেন শিশির,তাড়াশ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,পল্লী মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার সাইদ, গুরুদাসপুর হতে প্রকাশিত দৈনিক দিবারাত্রী পত্রিকার বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মহসীন আলী,বর্তমান সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ,তাড়াশ প্রেসক্লাবের সাংবাদিক মৃনাল সরকার মিলু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।