বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা কর্তৃক তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনাকে উদ্ধৃত করে তার মেয়ে অন্তরা সেলিমা হুদা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠে আসলে নিজেকেই সান্ত্বনা দেই।
আজ মঙ্গলবার মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটে সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত দল তৃনমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তরা সেলিমা হুদা বলেন, ‘বিএনপি সরকারের কেবিনেট মন্ত্রী থাকা সত্ত্বেও আমার বাবা নাজমুল হুদা কেয়ারটেকার সরকারের রূপরেখা দিয়েছিলেন। সেই রূপরেখাকে যদি সম্মানিত করা হত তবে আজকের দিনে এসে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হত।
তিনি আরো বলেন, ‘আজকে কেয়ারটেকার সরকার নিয়ে আন্দোলন হচ্ছে। যারা এক সময় আন্দোলন করছেন তারাই একসময় ক্ষমতায় ছিলেন। কেয়ারটেকার সরকারের রূপরেখা দেওয়ায় নাজমুল হুদাকে মন্ত্রী থেকে পদত্যাগ করতে হয়েছিল। একজন মন্ত্রী হয়েও তত্ত্বাবধায়কের ফর্মুলা দিয়ে নাজমুল হুদা দেশপ্রেম ও বড় মনের পরিচয় দিয়েছিলেন।
এর কিছুদিন পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেওয়া আমার জন্য কষ্টকর ছিল। দলের একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি।’