ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া চিফ হিট অফিসারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুতুল দাহ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের নারী নেতাকর্মীরা এই কুশপুতুল দাহ করেন। এ সময় জাতির কাছে মির্জা ফখরুলের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, ‘ঢাকার হিট অফিসার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা নিছক তার একক বক্তব্য নয়।
এটি তার দলের দৈন্য, দলের নেতাকর্মীদের নীচু মানসিকতা ও নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার জন্য তিনি যেন নারী সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন।’
এর আগে ৮ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় মির্জা ফখরুল বলেন, “শুনলাম বিদেশ থেকে ছেলেমেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, হিট অফিসার পদে। এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা যে ডেঙ্গু-চিকনগুনিয়া-করোনাভাইরাসে আক্রান্ত হলাম; কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে তো ‘হিটেড-বুটেড’ হয়ে যাচ্ছি। এসব থেকে আমাদের বের হতে হবে।”