স্টাফ রিপোটার: গত কয়েক দিন থেকে কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুকে “ঢাকা মহানগর দক্ষিণ কমিটি অনুমোদন” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশণ করা হচ্ছে। এই ধরণের সংবাদে আমি ক্ষুব্ধ ও বিব্রত। গত ১৩ ফেব্রুয়ারী ২০১৯ খৃষ্টাব্দ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি ঘটিত হওয়ার পর সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করা এবং জেলা কমিটিগুলো গঠনের লক্ষে ঢাকা বিভাগে ৩টি সহ সারাদেশ কে ১৩ টি সাংগঠনিক বিভাগে বিভক্ত করে ১৩ টি বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়। দলিয় সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কমিটি জেলা/মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে জেলা/মহানগর বিএনপি ও উল্লেখযোগ্য নেতৃবৃন্দের পরামর্শক্রমে কমিটির প্রস্তাবনা তৈরি করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে উপস্থাপন করবেন। আহ্বায়ক ও সদস্য সচিব সার্বিক পর্যালোচনা শেষে প্রয়োজনবোধে পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংযোজন করে কমিটি অনুমোদন করবেন। এই নিয়মে ইতিমধ্যে সারাদেশের ৭৩ টি জেলা ও মহানগর কমিটি অনুমোদন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি গঠনের জন্য ঢাকা বিভাগ – ১ ও ঢাকা বিভাগ – ২ সাংগঠনিক কমিটি আমার কাছে কোন কমিটির প্রস্তাবনা উপস্থাপন করেন নাই এবং আমিও কোন কমিটিতে অনুমোদন কিংবা স্বাক্ষর করি নাই। ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠনের সংবাদ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।আমি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এইধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি অনুরোধ জানাই। আবদুর রহিম সদস্য সচিব জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।