সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বিএনপির সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায় ও ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।
রাজধানীর কাকরাইলে সার্কিট হাউস কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর কৃষিমন্ত্রীর হাতেও লিফলেট তুলে দেন বিএনপির কেদ্রীয় নেতা ফজলুল হক মিলন। গতকাল দুপুরে জুমার নামাজ আদায়ের পর মসজিদের গেটে দাঁড়িয়ে লিফলেট বিতরণকালে এ রকম দৃশ্য দেখা গেছে বলে জানালেন মুসল্লিরা।
কাকরাইলে সার্কিট হাউস কেন্দ্রীয় জামে মসজিদ যা ‘টিপটপ’ জামে মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদে উচ্চ আদালতের বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্যরাসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জুমার নামাজ আদায় করে থাকেন। কারণ বেইলি রোড, হেয়ার রোডে বিচারপতি ও মন্ত্রীদের আবাসস্থল।
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলনও থাকেন বেইলি রোডের একটি এপার্টমেন্টে। তিনিও এই মসজিদে জুমার নামাজ পড়েন নিয়মিত। শুক্রবার নামাজ শেষে মসজিদ গেটের সামনে লিফলেট বিতরণ করেছেন জানিয়ে ফজলুল হক মিলন সাংবাদিকদের বলেন, ‘মসজিদ থেকে নামাজ পড়ে যখন বেরুচ্ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তাঁকেও আমি লিফলেট দিয়েছি।’
মিলন আরো জানান, প্রবীণ আইনজীবী কামাল হোসেনকেও লিফলেট দেওয়া হয়েছে।