Friday , 4 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ইতিবাচক : পার্বত্য উপদেষ্টা
--সংগৃহীত ছবি

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ইতিবাচক : পার্বত্য উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শুক্রবার (৪ এপ্রিল) রাঙামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের এ সরকার দেশের উন্নয়ন চায়। মানুষের মনে শান্তি অব্যাহত রাখতে চায়।

আগে নিজেকে জানতে হবে-নিজের দোষ ত্রুটি সম্পর্কে জেনে অন্যায় কাজগুলো বাদ দিয়ে সত্যের সন্ধানে নিজেকে সত্যপথে নিয়োজিত করতে হবে।তিনি বলেন, এদেশ গড়ার প্রত্যয় সবার। কে-কার বিরুদ্ধে অভিযোগ করলেন, কে-কাকে দোষারোপ করলেন? কারো কানকথায় গুজবের পিছনে না ছুটে সঠিক পথে আপনাদের থাকতে হবে।

সুপ্রদীপ চাকমা বলেন, সরকারের আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা হলো একটি চলমান প্রক্রিয়া।

চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ যারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী- সরকারের সাহায্য সহযোগিতা পাবার অধিকার তাদের সবারই আছে।তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

পার্বত্য উপদেষ্টা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। আমরা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাবো।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে এ সময় রাঙামাটি ছাত্র প্রতিনিধিদের মধ্যে ওয়াহিদুজ্জামান রোমান, মো. ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান ও এম. আকতারুজ্জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply