Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডেল্টা আতঙ্কে উহানের সকল নাগরিকের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত
--সংগৃহীত ছবি

ডেল্টা আতঙ্কে উহানের সকল নাগরিকের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক:

চীনে আবারো করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। করোনার আঁতুড়ঘর উহানে আবারো আক্রান্ত পাওয়ার পর সেখানকার সব বাসিন্দার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উহান প্রশাসনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

গতকাল সোমবার উহান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের পরিযায়ী শ্রমিকদের মধ্যে সাত জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। 

জানা গেছে, নতুন সংক্রমণ মূলত ডেল্টা রূপের ফলেই হচ্ছে। এর পরই সব বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। গণ হারে নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। 

উহানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। তার পর তা চীনের সীমান্ত টপকে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। যদিও সবার আগে চীনেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছিল। এক বছর পরে আবারো সেখানে আক্রান্তের খোঁজ মিলল।

আজ চীনে ৬১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। উহানের পাশাপাশি রাজধানী বেইজিংয়েও শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে সেই সংখ্যা বাড়াচ্ছে তারা।
সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর।

About Syed Enamul Huq

Leave a Reply