আপত্তি-আন্দোলনের মুখে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুজিত চ্যাটার্জি বাপ্পী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ও তিনি এই পদে ছিলেন।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ২৮ আগস্ট আগের সরকারের নিয়োগ বাতিল করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। এ নিয়োগেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ সুজিত চ্যাটার্জি বাপ্পী।
এ নিয়োগের পর সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী বিক্ষোভ করে আসছিলেন। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করে আসা ১৫ জন আইন কর্মকর্তাকে ফের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বাদ দিতে হবে। এ নিয়ে প্রায় প্রতিদিন তারা বিক্ষোভ করে আসছিলেন। এ পরিস্থিতিতে বুধবার পদত্যাগের কথা জানালেন সুজিত চ্যাটার্জি বাপ্পী।
সুপ্রিম কোর্টের আইনজীবী বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেকসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন আওয়ামী লীগ বিরোধী আইনজীবীরা। তারা এ ১৫ জনকে আওয়ামী ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করে আসছিলেন। তাদের আন্দোলনের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রথম পদত্যাগ করলেন।