ঠাকুরগাঁওপ্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান পবারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলফ্রেড রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ‘ক’ অঞ্চলের ডিরেক্টর একরামুল হক, ঠাকুরগাঁও-পঞ্চগড়-এর জেলা ব্যবস্থাপক খন্দকার ফারুক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন।
এর আগে গত ২৮ জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে চেয়ারম্যান পদে পবারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম লিটন, ট্রেজারার পদে সীশান্ত কুমার, ডিরেক্টর পদে শফিকুল ইসলাম ও তাহমিনা আখতারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম।
সভা শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা, সদর ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে নির্বাচিত কমিটি নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। নির্বাচিত এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।