Wednesday , 19 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টেন্ডার নিয়ে মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
--সংগৃহীত ছবি

টেন্ডার নিয়ে মারামারি, ভিডিও ধারণ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

অনলাইন ডেস্কঃ
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বালুমহাল ইজারার টেন্ডার নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে (৪১) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম বলেন, ‘জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গড়াই নদীর বালুমহাল টেন্ডারের শিডিউল দাখিলের শেষ দিন ছিল সোমবার।

জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই কার্যালয়ের নিচে হট্টগোলের শব্দ পাই। পরবর্তীতে কার্যালয়ের নিচে এসে মোবাইল ফোনে ওই হট্টগোল ও মারামারির ভিডিও ধারণ করি। এতে হট্টগোলকারীদের মধ্যে ১৫ থেকে ২০ জন বেধরক মারধর শুরু করে।’তিনি জানান, হামলাকারীরা এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে এবং  গালাগাল করাসহ মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বলে।
সে সময় উপস্থিত অন্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।প্রত্যক্ষদর্শী বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম। সহকর্মী ইমরান হোসেন মনিমকে মারধর করা দেখে এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।’রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, তারা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক ইমরানের সাথে কথা বলেছেন। সেই সাথে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন। অপরাধী যেই হোক তাদের গ্রেপ্তার করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply