জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলায় টিআর-কাবিটা ও কাবিখা প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে দেড়টার দিক জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এ চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলা, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, শাকচর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ প্রমুখ।
জানা গেছে, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের অধীনস্থ সদরের ৯ টি, রায়পুরের ১০ টি ইউনিয়ন ও রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকার টিআর, কাবিটা-কাবিখার ১৬২ প্রকল্পে রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য ২ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের চেকগুলো সংশ্লিষ্টদের বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আর সেই উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান উন্নয়ন অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। জনগণের প্রতি আমাদের আস্থা আছে। নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন।