ফুটপাতে চাঁদার হাতবদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম (৩০) নামের যুবদলের এক নেতার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গী সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে। আহত শান্ত স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাতাইশ এলাকায় ৫ আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন ও মুন্না গ্রুপ। ৫ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স ও জুয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন ও মুন্না গ্রুপ প্রতিরোধ করে। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তর কবজি হাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় যুবদলকর্মী রাব্বী নামে আরেকজন আহত হয়। এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম জানা যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’