টঙ্গীর চেরাগালী এলাকায় যমুনা অ্যাপারেলস লি. নামক প্রতিষ্ঠানে কর্মরত ১১৪ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ও ৩ জন কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করার দাবিতে দুই সহস্রাধিক শ্রমিক আন্দোলন শুরু করেছেন। তারা কাজ বন্ধ করে কারখানার সামনে একটি শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় এ দৃশ্য দেখা যায়। শ্রমিকরা জানান, গত ২২ এপ্রিল মালিকপক্ষ হঠাৎ করে ১১৪ জন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করে।
এই ছাঁটাইয়ের প্রতিবাদে ও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন কর্মকর্তার অপসারণ চেয়ে তারা আন্দোলনে নামেন। এ ঘটনার পর গত ২৪ ও ২৫ এপ্রিল মালিকপক্ষ কারখানায় ছুটি দেয়।
যমুনা অ্যাপারেলস লিমিটেডের মালিক রফিক সাজ্জাদ বলেন, ‘ফ্যাক্টরির মধ্যে যারা উশৃঙ্খল শ্রমিক ছিল তাদেরকে শ্রম আইন অনুযায়ী বাতিল করা হয়েছে। এখন তারা অযৌক্তিক আন্দোলন করছে। বিষয়টি কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখছেন।’