ঝিনাইদহ প্রতিনিধিঃ
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন সাধারণ ভোটাররা। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের মাঝে বিভক্তি দেখা দিলেও নেতারা না থাকলেও সাধারণ জনগণ আওয়ামী লীগ কে ভালোবাসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন। বেশির ভাগ নেতারা নৌকা প্রার্থীর পক্ষ ছেড়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে নৌকার দিকে সাধারণ জনগণের ভালোবাসা রয়েছে। তবে জয় পরাজয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঈগল প্রতীক।
তবে ভিন্ন কথাও বলছেন কেউ কেউ। তাদের মতে, সকল দলেই কিছু সুবিধাবাদী নেতাকর্মী থাকে। তাদের কথায় ভোটের মাঠে খুব একটা প্রভাব পড়বে না জানিয়েছেন।
এদিকে ঈগল সমর্থিতদের সাথে কথা হলে সাংবাদিকদের তারা জানান, স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগ নেতা। তাছাড়া বর্তমান এমপি এলাকার কোনো উন্নয়ন করেননি। তিনি দলে বিভেদ তৈরি করে রেখেছেন। দলের নেতাদের কোনো খোঁজ খবর রাখেন না। এ কারণে তারা দলীয় প্রতীকের বাইরে অবস্থান করছেন বলে জানান।
এই আসনের অন্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত মাহফুজুর রহমান, জাসদের ফজলুল কবির গামা, তৃণমুল বিএনপির জামরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন, বাংলাদেশ সুপ্রিম পাটির (বিএসপি) নজরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার, এনপিপির মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) খোন্দকার হাফিজুর রহমান ফারুক।
উল্লেখ্য, ২১ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৩৩ এবং মহিলা ভোটার ২ লাখ ৩৮ জন।