ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মহোদয় জনাব মো: আজিম-উল-আহসান এর নিবিড় তদারকিতে সাইবার ইন্টেলিজেন্স ব্যবহার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ডিবি ঝিনাইদহে কর্মরত এসআই খালিদ হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ ইকলাছুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খাগড়াছড়ি থেকে গাঁজার একটি পার্সেল ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসে পৌছেছে। উক্ত পার্সেলটি গ্রহণ করার জন্য একজন মহিলা মাগুরা থেকে ঝিনাইদহ এসেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উল্লিখিত অফিসারগন সঙ্গীয় ফোর্সসহ আজ ০৬/০৮/২০২৩ ইং খ্রিঃ ১৩.১৫ ঘটিকার সময় ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থানকালে দেখতে পান যে, মোছাঃ পলি খাতুন, পিতা- মোঃ পিকুল বিশ্বাস, স্বামী- মোঃ ফরিদ হোসেন, সাং-বুজরুক শ্রীকুন্ডি, থানা ও জেলা- মাগুরা সন্দেহজনক পার্সেলটি নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বের হচ্ছে। তখন উল্লিখিত অফিসার ও ফোর্সগন মোছাঃ পলিকে জিজ্ঞাসাবাদ ও তার পার্সেলটি তল্লাশি করে পার্সেলটি থেকে ০৯ (নয়) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। ০৯ (নয়) কেজি গাঁজার আনুমানিক মূল্য ৫,৮৫,০০০ টাকা।