ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে মানবাধিকার নাট্য পরিষদের রজতজয়ন্তী ও নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে প্রথমে মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে রজতজয়ন্তী ও উৎসবের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ রুবেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিও এনজিও নির্বাহী পরিচালক সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য (খুলনা বিভাগ) নাজিমুদ্দিন জুলিয়াস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য শাহিনুর লিটন ও মানবাধিকার নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ নাহিদ নেওয়াজ প্রমুখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল বিশ্বাস কে গুনিজন সংবর্ধনা দেওয়াসহ বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ” উচ্ছসিত মানব অন্তর-সৃষ্টি সত্য বিকশিত পঁচিশ এর প্রান্তর”। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ শোভাযাত্রা, লাঠি খেলা, আলোচনা, গুনিজন সংবর্ধনা, নৃত্য ও নাটক।