ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ফেব্রুয়ারী মাসের ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। চলতি মাসে জেলার ৬টি উপজেলায় ১০৫ জন ডিলারের মাধ্যমে ১লাখ ২০হাজার ১শ ৩৩জন ফ্যামিলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে এসব টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে প্রতিটি ফ্যামিলি কার্ডে থাকছে ৫শ ২৫ টাকায় ২কেজি মসুরের ডাল, ২লিটার সয়াবিন তেল , ১কেজি ছোলা ও ৫ কেজি চাউল।
ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। সাধারণত নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।
সোমবার (১৯ ফেব্রুয়ারী ) সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। সাধারণত নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।
সোমবার (১৯ ফেব্রুয়ারী ) সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।