ঝিনাইদহ প্রতিনিধি:
আজ সকাল ১১ টায় চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী ও শিশু পুনর্বাসন কর্মসূচির কমিউনিটি রিসোর্স সেন্টারে ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এক্সট্রা কোচিং এর জন্য প্রত্যেককে নগদ ১৮০০ টাকা বিতরণ করা হয়। এছাড়াও পাঁচজন প্রতিবন্ধী শিশুকে বিশেষ চেয়ার এবং আরও ১৫ জন প্রতিবন্ধী শিশুকে তাদের প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়। এই বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক, কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আব্দুল হাই সিদ্দিকী। এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক জনাব সুরাইয়া পারভীন শিল্পী। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আসলাম হোসেন সিবিআর কর্মী সিইপি প্রকল্প এইড ফাউন্ডেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: হায়দার আলী সিইপি প্রকল্প ফোকাল ও উপ-পরিচালক এইড ফাউন্ডেশন ঝিনাইদহ। আগত অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি হয়। এরপর বিতরণ করা হয় নগদ অর্থ, ঔষধ ও বিশেষ চেয়ার। এই আয়োজনে অর্থায়ন করছে লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ড ও সার্বিক সহযোগিতায় সিডিডি বাংলাদেশ এবং আয়োজনে এইড ফাউন্ডেশন ঝিনাইদহ।