ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব অতিরিক্ত কৃষি অফিসার পদে পদোন্নতি পাওয়ায় সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ সদর উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তার এই পদোন্নতিতে কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উচ্চ পদে আদিষ্ট হয়ে তিনি যেন দেশ ও জনগণের স্বার্থে নিজের জ্ঞান বুদ্ধি ভালোবাসা দিয়ে মানুষের জন্য কাজ করতে পারেন। জুনাইদ হাবীব এর সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা দিয়ে এবং ভালোবাসার মাধ্যমে কাজ করে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষি ক্ষেত্রকে একটি মডেল আধুনিক করার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে থাকেন। কৃষকদের ভর্তুকি দিয়ে শুরু করে তাদের নানাবিধি প্রশিক্ষণ এবং জ্ঞানদানের মাধ্যমে তাদেরকে সৃজনশীল মুখী করার ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে মাননীয় নেত্রী সবসময় উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন যা আজ প্রশংসার দাবিদার। আর কৃষি খাতকে উন্নত করতে পারলেই দেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষি খাত এখন অনেক উন্নত।