Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের ১০ নং হরিশঙ্করপুর ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

ঝিনাইদহের ১০ নং হরিশঙ্করপুর ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ১০ নংহরিশংকরপুর ইউনিয়ন পরিষদে জন্ম মৃত্যু নিবন্ধন ও আইন  শৃঙ্খলা বিষয়ে দফাদার,  মহল্লাদার,  ও  ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ  শরিফুল ইসলাম এর  উপস্থিতিতে  একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত  মতবিনিময় সভায়  সভাপতি  হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান জনাব  মোঃ ইব্রাহিম মিয়া। উক্ত সভাটি প্যানেল চেয়ারম্যানের  সম্মোলন  কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের দক্ষ  এবং বিচক্ষণ সচিব মোঃ ছাবদার আলী। উক্ত আলোচনা সভায় হরিশংকরপুর ইউনিয়নের দায়িত্বরত   ক্যাম্প ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, আইন সবার  জন্য সমান, আইনের উর্ধ্বে আমরা কেউ নই, কেউ অন্যায় করে ছাড় পাবে না। ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন উদ্দিনের দিকনির্দেশনায় হরিশংকরপুর ইউনিয়নে কোন প্রকার মারামারি, হানাহানি,  অরাজকতা, সামাজিক দ্বন্দ্বের জের ধরে প্রতিহিংসা করে কোন প্রকার গ্যাঞ্জাম মারামারি, যাতে না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার জন্য বলেন, সামনে দ্বাদশ  নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কোন মানুষ যাতে সংঘাতে  লিপ্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। গ্রাম চৌকিদার, দফাদার এবং মহল্লাদারদের তাদের যে দায়িত্ব তারা যেন সুন্দর  ও সুশৃঙ্খলভাবে পালন করে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া সাংবাদিকদের বলেন, আমি দায়িত্বে আসার পর থেকে ইউনিয়নের  সার্বিক কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়ন বোর্ডের কার্যক্রম আগের তুলনায় অনেক স্বচ্ছ এবং জবাবদিহিতামূলকভাবে পরিচালিত হচ্ছে, শেখ হাসিনা সরকারের সময়ে অন্যায় করে কেউ পার পাবে না। দেশরত্ন  হাসিনা আছে বলেই, বাংলাদেশ আজ  একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে, শেখ হাসিনা আছে বলেই ওই আশার প্রদীপ নিভে যায়নি নিষ্ফলে, সামনে নির্বাচন  আমরা সকলে একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে যারা আগুন সন্ত্রাসী রাজনীতি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে  এদেশে উন্নয়নের সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ১০ নং হরিশঙ্করপুর  ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন গড়ার ক্ষেত্রে সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন, তাহলে একটি সুন্দর আধুনিক স্মার্ট ইউনিয়ন গড়ে তোলা সম্ভব, এটা আমার একার পক্ষে সম্ভব নয়, সকলের তরে  সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সর্বশেষ মাননীয় নেত্রীর জন্য সকলের নিকট দোয়া ও ভালবাসা চেয়েছেন। ইউনিয়ন পরিষদের সচিব সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন যাতে একটি মডেল ইউনিয়ন হিসাবে পরিগণিত হয় সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও  দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি  ঘোষণা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply