ঝিনাইদহ প্রতিনিধি:
আমার চাওয়া পাওয়ার তেমন কিছু নেই শুধু আমার জীবনের শেষ ইচ্ছা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরেছিলাম। আজ আমার চাওয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার ঘরে আমার হাতে রান্না করে একবেলা খাওয়ানোর। আমার আর কিছু চাওয়ার নেই আর কিছু বলার নেই একথা বলতে বলতেই অতিরিক্ত আবেগে তার কান্না বিজড়িত কন্ঠ ক্যামেরার সামনে থমকে যায়। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বার্তা পৌঁছে দিতে চাই সত্যিই এমন হৃদয় মন প্রাণ উজাড় করে ভালোবেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিঃস্বার্থভাবে পাক- হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল যারা তাদেরকে আমরা স্যালুট জানাই । যদি তাদেরকে মূল্যায়ন করতে পারি তাহলেই আমরা স্বার্থক। মুক্তিযোদ্ধার সন্তান আমাদের রক্তের হৃদয়ের দায়বদ্ধতা থেকেই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়ে আজীবন উচ্চ আসনে রাখবো এটাই আমাদের প্রত্যয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বড়ই মর্মান্তিক, বড়ই ভয়ানক একটি দুঃস্বপ্নের ঘটনা। মহান স্রষ্টা আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আমরা সেই ভয়ানক সময়টা পার করে আজ স্বাধীন সোনার বাংলায় বসবাস করছি। আমরা তাই সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের উচ্চ আসনে রেখে দিতে চাই মূল্যায়ন করতে চাই শ্রদ্ধাভরে।