বরগুনা প্রতিনিধি:
জেলা প্রশাসকের নিকট শীতার্ত মানুষের জন্য বিশ্বের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋনদানকারী প্রতিষ্ঠান বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও তিন শতাধিক কম্বল হস্তান্তর করেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান এর হাতে শীতার্তদের জন্য এ কম্বল তুলে দেন আশা,র বিভাগীয় কর্মকর্তা সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. মুজাহিদ হোসেন ও বরগুনা জেলা ব্যবস্থাপক মো. মোশারেফ হোসেন ।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশা,র বরগুনা সদর অঞ্চলের আরএম মো. হুমায়ুন কবির, আশা,র জেলা শাখা ব্যবস্থাপক (১) মো আলমগীর হোসেন , শাখা ব্যবস্থাপক (২) বিএম মো. আলমগীর হোসেন, সহকারি শাখা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির প্রমূখ।
বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা ক্ষুদ্রঋনের পাপাশি নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালে সমগ্র বাংলাদেশে শীত বস্ত্র বিতরণ করছে। শীতার্ত মানুষের জন্য এনজিওটি বরগুনা জেলা প্রশাসনের কাছে ৩শ ৩০পিচ কম্বল হস্তান্তর করেন ।