Wednesday , 2 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জুয়া,মাদক,খুনী,সন্ত্রাসী বিরুদ্ধে তারাকান্দা শুদ্ধি অভিযান

অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের এর যোগদানের পরে তারাকান্দা মডেল থানায় সন্ত্রাস,চাঁদাবাজি, মাদক আর গরু চোরদের আখড়া বলে পরিচিত থানা এখন অনেকটাই অপরাধমুক্ত।তারাকান্দা থানার স্টাপ গুলো রাত দিন ডিউটি করে সততা ও দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে বলে, একটি সূত্র জানায়।অবৈধ সকল কাজ গুলি শূন্যের কোঠায়। অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের এর চৌকস  দক্ষতার কারণে। প্রশংসিত হচ্ছেন সর্বমহলে।ওসি  আবুল খায়ের বলেন, জি আর সাজা ০১ জন ওয়ারেন্টভূক্ত ০২ জন জুয়া আইনে ০৬ জন মোট ০৯ জন আসামি গ্রেফতার করে অদ্য ইংরেজি ০৭/৩/২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply